• Housing Estate, Goalchamot, Faridpur, Bangladesh
  • +880 171-0880987

মুখবন্ধ

এসো জাতি গড়ি (এজাগ) এর যাত্রা শুরু ২০০১ সালে অনানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর মাধ্যমে। দারিদ্র্য বিমোচন ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০১ সন থেকে এর আনুষ্ঠানিক অগ্রযাত্রা শুরু হয়। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এসো জাতি গড়ি (এজাগ) এর ভূমিকা বেশ অগ্রগণ্য।
আর্থিক ব্যবস্থাপনার মূল বিষয়বস্তু হল প্রতিষ্ঠানের অর্থ ও হিসাব এর সঠিক ব্যবস্থাপনা। এসো জাতি গড়ি (এজাগ) এর কার্যক্রম বিস্তৃতির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের কার্যক্রম সুসংহতভাবে পরিচালনা করার লক্ষ্যে অর্থ ও হিসাব ব্যবস্থাপনার নিয়মাবলীর একটি নির্দেশিকা থাকা অতীব জরুরী। প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রতিটি পর্যায়ে যাতে এক এবং অভিন্ন হিসাব ব্যবস্থাপনা ও পদ্ধতি অনুসরণ করা হয়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এসো জাতি গড়ি (এজাগ) হিসাব নির্দেশিকাটি পুন:সংস্করণের পদক্ষেপ নিয়েছে।
যথাযথ কর্তৃপক্ষ ব্যতিরেকে এই আর্থিক ম্যানুয়ালের কোনরূপ সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না। এই নীতিমালা কার্যকর হওয়ার সাথে সাথে এসো জাতি গড়ি (এজাগ) আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ ম্যানুয়াল সংক্রান্ত পূর্ববর্তী সকল পরিপত্র বাতিল বলে গণ্য হবে। এই নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা, যথাযথভাবে প্রয়োগ করা এবং এর অপব্যবহার রোধ করা প্রতিটি এসো জাতি গড়ি (এজাগ) এর কর্মীর দায়িত্ব।
আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ ম্যানুয়ালটি ১লা জুন ২০০৭ হতে কার্যকর হবে। আশা করা যায় এ ম্যানুয়ালের সুষ্ঠু ব্যবহার ও কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনার স্তর আরো একধাপ এগিয়ে যাবে।

 

নির্বাহী পরিচালক
এসো জাতি গড়ি(এজাগ)

প্রথম অধ্যায়

হিসাবরক্ষণ নির্দেশিকা (ম্যানুয়াল)-এর উদ্দেশ্য

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (ওঋজঝ) এবং বাংলাদেশ আর্থিক প্রতিবেদন মান (ইঋজঝ) অনুযায়ী সঠিক এবং পূর্ণাঙ্গ হিসাব প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করাই এই নির্দেশিকার মূল উদ্দেশ্য।
এই নির্দেশিকার অন্যান্য উদ্দেশ্যসমূহ নিম্নরূপ:
ক. সরকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরোসহ অন্যান্য নিবন্ধনকারী কর্তৃপক্ষ, সহযোগী প্রতিষ্ঠান এবং দাতা সংস্থার চাহিদা মোতাবেক সঠিক এবং সর্বজন গৃহীত আর্থিক প্রতিবেদন তৈরী করা।
খ. হিসাবের স্ট্যান্ডার্ড ফরম এবং নিয়ম অনুযায়ী হিসাবের বইপত্র এবং দলিল-দস্তাবেজ রক্ষণাবেক্ষণ করা।
গ. বিভিন্ন প্রকল্প, শাখা এবং কেন্দ্রীয় অফিসে একই নিয়মে হিসাব রক্ষণাবেক্ষণ এবং হিসাবের প্রতিবেদন তৈরী করা।

হিসাবরক্ষণ নির্দেশিকার ব্যবহার, পরিবর্তন এবং অনুমোদনকারী

এই ম্যানুয়াল শুধুমাত্র এসো জাতি গড়ি(এজাগ) এর অনুমোদিত কর্মীরা ব্যবহার করবে। এই নির্দেশিকার নীতিমালা অনুযায়ী হিসাবের কার্যক্রম পরিচালিত হবে এবং ইহার কোনরূপ ব্যতিক্রম করা যাবে না। তবে উল্লেখ থাকে যে, এসো জাতি গড়ি(এজাগ) এর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই নির্দেশিকার পরিবর্তন, পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করা যাবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য একবিংশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।

হিসাবের উদ্দেশ্য

এসো জাতি গড়ি(এজাগ) এর দৈনন্দিন লেনদেন সমূহকে সঠিক ভাবে দু’তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক লিপিবদ্ধকরণসহ যথাযথ হিসাবের শ্রেণীভুক্তি করা, প্রাপ্তি-প্রদান, আয়-ব্যয় ও চুড়ান্ত হিসাব তৈরী, প্রতিষ্ঠানের বাৎসরিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরুপন, এর বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আর্থিক সিদ্ধান্ত গ্রহণ হিসাব সংরক্ষণের উদ্দেশ্য।

হিসাব বিভাগের অবস্থান ও দায়িত

হিসাব বিভাগ এসো জাতি গড়ি(এজাগ) এর প্রধান কার্যাবলীর সহায়ক বিভাগ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিসাব বিভাগ এসো জাতি গড়ি(এজাগ) এর একটি স্থায়ী বিভাগ। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ও হিসাবের সকল নথিপত্র সংরক্ষণ অর্থ ও হিসাব বিভাগের অন্যতম প্রধান দায়িত্ব। হিসাব বিভাগ আর্থিক প্রতিবেদন সঠিক ও নির্ভুলভাবে প্রকাশ ও উপস্থাপন করবে। এছাড়াও হিসাব শাখার অন্যতম প্রধান দায়িত্ব হলো প্রতিটি ব্যয়ের সত্যতা প্রমান করা এবং যাবতীয় আয়ের প্রাপ্তিতা নিশ্চিত করা। এছাড়াও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুষ্ঠু ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনায় হিসাব বিভাগের অন্যতম ভূমিকা থাকে।

এসো জাতি গড়ি(এজাগ) এর হিসাব বিভাগের দায়িত্বসমুহ নিম্নরূপ:

  • আর্থিক লেনদেন গুলোকে যথাযথভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ
  • লেনদেন সমুহের প্রমান স্বরূপ সকল দলিল, ভাউচার ও অন্যান্য কাগজ পত্র সংরক্ষণ
  • প্রয়োজনীয় হিসাবের বই, রেজিষ্টার ইত্যাদি রক্ষনাবেক্ষণ
  • নির্দিষ্ট সময় অন্তর আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এবং তা যথাযথভাবে তথ্য ব্যবহারকারীদের নিকট প্রেরণ
  • অন্যান্য বিভাগকে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য তথ্য সরবরাহকরণ
  • মাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ
  • বাজেট প্রস্তুতকরণ ও ব্যয় নিয়ন্ত্রণ
  • আয়কর এবং মূল্য সংযোজন কর নির্ধারণ, কর্তন এবং সরকারী কোষাগারে জমাকরণ
  • প্রয়োজনীয় আর্থিক সিদ্ধান্ত গ্রহণ
  • নির্দিষ্ট সময় অন্তর হিসাবের গানিতিক নির্ভুলতা যাচাইকরণ
  • ব্যবস্থাপনা ও অন্যান্য সকল বিভাগকে প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ নিশ্চিতকরণ
  • অভ্যন্তরীণ ও বহি:নিরীক্ষকদের চাহিদা মাফিক তথ্য প্রদান
  • দাতা ও সহযোগী সংস্থা, নিবন্ধনকারী কর্তৃপক্ষ, সরকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ নিশ্চিতকরণ
  • হিসাব/আয়-ব্যয় সংক্রান্ত বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত/দিক নির্দেশনা প্রদান
হিসাব বর্ষ

চলমান প্রতিষ্ঠানের ধারনা অনুযায়ী একটি প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলবে বলে ধরে নেয়া হয়। কিন্তু সংস্থার ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য একটি অনির্দিষ্ট সময়কে ছোট ছোট সময় কালে ভাগ করা হয়। যাকে হিসাব বর্ষ বলা হয়। প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুযায়ী হিসাব বর্ষ নির্ধারন করে। যেমন: ১লা জানুয়ারী থেকে ৩১শে ডিসেম্বর অথবা ১লা জুলাই থেকে ৩০শে জুন।

এসো জাতি গড়ি(এজাগ) এর হিসাব বর্ষ: ১লা জুলাই হতে ৩০শে জুন পর্যন্ত ।

হিসাব বহি

প্রতিষ্ঠানের লেনদেন গুলোকে যে সকল বইতে লিখে রাখা হয় তাকে হিসাবের বহি বলা হয়। এসো জাতি গড়ি(এজাগ) এর প্রধান কার্যালয় ও প্রকল্প/শাখা কার্যালয় গুলো নিম্নে উল্লেখিত হিসাবের বহিসমূহ ব্যবহার করতে হবে।

  • দুই ঘরা নগদান বহি
  • জেনারেল লেজার
  • সাবসিডিয়ারী লেজার
  • ব্যাংক রেজিষ্টার
  • অন্যান্য প্রয়োজনীয় রেজিষ্টার
হিসাবের বিভিন্ন কোড/তালিকা

এসো জাতি গড়ি(এজাগ) এর সকল প্রাপ্তি ও প্রদান এবং আয়-ব্যয়ের খাত ভিত্তিক হিসাব সংরক্ষণ করতে হবে। জেনারেল লেজার-এ প্রতিটি একই প্রকৃতির লেনদেনসমূহের জন্য পৃথক পৃথক হিসাবখাত খুলতে হবে। একই হিসাবখাতের ডেবিট এবং ক্রেডিট লেনদেনগুলি সংশ্লিষ্ট খাতে নগদান বহি ও জার্নাল ভাউচার হতে তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে উক্ত খাতের ফলাফল/স্থিতি নির্ণয় করতে হবে। হিসাবের খাত সমূহকে সহজে বোঝার জন্য প্রত্যেকটি খাতকে একটি নির্দিষ্ট নম্বর দিয়ে চিহ্নিতকরণ করা হয়ে থাকে। এই নম্বর সমূহকে হিসাব কোড বলা হয়। এসো জাতি গড়ি(এজাগ) যাবতীয় লেনদেন সমূহের সঠিক পরিচালনার জন্য নিম্নের হিসাব কোডসমূহ অনুসরণ করবে। প্রকল্প/শাখা পর্যায়ে অবস্থিত কর্মীগণ ঈযধৎঃ ড়ভ অপপড়ঁহঃং পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা হিসাব বিভাগের বিভাগীয় প্রধানের অনুমোদন ব্যতিরেকে নতুন কোন হিসাবের খাত খুলতে পারবে না।

হিসাবের খাতসমূহ হিসাব কোডমন্তব্য
ব্যয় সমূহ:
কর্মী বেতন ও ভাতা১০০০১কর্মী বেতন ও অন্যান্য সুবিধা, কর্মী কল্যাণ তহবিল, কর্মী পিএফ, জীবন বীমা, চিকিৎসা ভাতা, গ্র্যাচুয়িটি, আয়কর, বাড়ি ভাড়া, সামাজিক কর, পানিকর, ঈদ ভাতা, উপকূলীয় ভাতা, অধিকাল ভাতা ইত্যাদি
ছাপা ও প্রকাশনী১০০০২বিভিন্ন রেজিস্টার সমূহ, বীমা বই, বিভিন্ন রশিদ বই, রিপোর্ট ফরম, পরিদর্শন ফরম, আদায় ফরম, ঋণ ফরম, ভর্তি ফরম, অগ্রিম ফরম, ভাউচার ফরম ও অন্যান্য ফরম সমূহ, মাল গ্রহণ পত্র, ফরমায়েস পত্র, ক্রয়াদেশ, কার্যাদেশ, বার্ষিক স্মরণিকা, ডাইরী, তথ্য বিবরণী ইত্যাদি প্রিন্টিং
মনোহারী ১০০০৩ক্যাশবুক, লেজার, পেন্সিল, কলম, কাগজ, পেন্সিল কাটার, স্টেশনারী সামগ্রী, ক্যালকুলেটর, ফটোকপি, টাইপ ফিতা, কার্বন কাগজ, স্কেল, পাঞ্চ মেশিন, তালা, অফিস ফাইল, চক, ডাস্টার, মার্কার ইত্যাদি
ভাড়া১০০০৪অফিস ভাড়া, কেন্দ্র ভাড়া, স্কুল ঘর ভাড়া ইত্যাদি
সদস্য চাঁদা ও সদস্য ফি১০০০৫অন্যান্য প্রতিষ্ঠানের সদস্য ফি ও চাঁদা ইত্যাদি
বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, বৈদ্যুতিক ও আলোক সজ্জা১০০০৬ বিদ্যুৎ, পানি, গ্যাস বিল প্রদান ইত্যাদি
ডাক খরচ১০০০৭চঠি পোস্ট, কুরিয়ার, ডাকটিকেট ইত্যাদি
টেলিফোন ও তার১০০০৮টেলিফোন, টেলিগ্রাম, ফ্যাক্স, ইন্টারনেট, ই-মেইল, মোবাইল বিল ইত্যাদি
তৈল ও জ্বালানী১০০০৯মোটর সাইকেল ও বিভিন্ন যানবাহনের তেল, মবিল, জেনারেটরের জ্বালানী, লুব্রিকেন্ট ইত্যাদি
মেরামত, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ১০০১০মেরামত খরচ, পরিষ্কার-পরিচ্ছন্নতা খরচ, লেবার বিল, পাপোষ, ফিনাইল, টয়লেট পেপার, টিস্যু পেপার, হারপিক, ঝাড়ু,কেরোসিন, মোমবাতি, ম্যাচ, সাবান, বাল্ব, তার, বোর্ড, সুইচ, হোল্ডার, সুইচ, ক্লিপ, লাইট, টিউব লাইট সেট, প−াগ, হারিকেন, টর্চ লাইট, ব্যাটারি, চার্জার লাইট, বিদ্যুতের মিটার, হেলমেট, আসবাবপত্র, অফিস যন্ত্রপাতি মেরামত খরচ ইত্যাদি
কম্পিউটার যন্ত্রপাতি১০০১১কম্পিউটারের কালি, খুচরা যন্ত্রাংশ ইত্যাদি
যাতায়াত১০০১২যাতায়াত বিল, খাবার বিল (ভ্রমণকালীন সময়), পরিবহন বিল, মোটর সাইকেল/বাইসাইকেল বিল, ব্যাগ, ছাতা ইত্যাদি
ভ্রমণ - অভ্যন্তরীণ১০০১৩অভ্যন্তরীণ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খরচ
ভ্রমণ - আন্তর্জাতিক১০০১৪আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খরচ
প্রশিক্ষণ ১০০১৫রেজিস্ট্রশন খরচ, যাতায়াত বিল, খাবার বিল, প্রশিক্ষণ উপকরণ, প্রশিক্ষণ ফি ইত্যাদি
শিক্ষা সফর/ভ্রমণ, বনভোজন, দিবস উৎযাপন ও মেলা১০০১৬শিক্ষা ভ্রমণ, বনভোজন সংক্রান্ত খরচ, বিভিন্ন দিবস উৎযাপন খরচ, র‌্যালী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, থানা ও জেলা ক্রীড়া প্রতিযোগিতার জন্য খরচ ইত্যাদি
মিটিং খরচ/ কর্মশালা১০০১৭মিটিং/কর্মশালা সংক্রান্ত যাবতীয় খরচ
আপ্যায়ন১০০১৮চা, বিস্কুট ও অন্যান্য আপ্যায়ন খরচ ইত্যাদি
শিক্ষা উপকরণ১০০১৯চক, ডাস্টার, হাজিরা খাতা, কাগজ, কলম, পেন্সিল, বোর্ড কালি, বসার চট, নিউজপ্রিন্ট, প্রশ্ন পত্র ইত্যাদি
পত্রিকা ও সাময়িকী১০০২০দৈনিক/মাসিক পত্রিকা, সাময়িকী ইত্যাদি
বই পুস্তক ক্রয়১০০২১যাবতীয় বই ক্রয়, বইপুস্তক ক্রয় ইত্যাদি
পোষাক পরিচ্ছদ১০০২২পোষাক-পরিচ্ছদ ইত্যাদি
তৈজসপত্র১০০২৩থালা, বাসন, প্লেট, জগ, বালতি, মগ, বেড কভার, লেপ-তোষক, পর্দা, গেস্টরুম এবং অফিসের অন্যান্য সরঞ্জাম ইত্যাদি
বিজ্ঞাপন১০০২৪নিয়োগ বিজ্ঞপ্তি, ক্রয়-বিক্রয় বিজ্ঞপ্তি, টেন্ডার বিজ্ঞপ্তি, সাইনবোর্ড, ব্যানার, মাইকিং ইত্যাদি
বীমা ও লাইসেন্স১০০২৫বীমা প্রিমিয়াম, বীমা খরচ, নবায়ন খরচ, ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং সার্টিফিকেট মোটর সাইকেল ও বিভিন্ন গাড়ির বীমা, ফিটনেস ও নবায়ন ফি ইত্যাদি
সুদ প্রদান১০০২৬স্বল্প ও দীর্ঘ মেয়াদী ঋণের সুদ
অন্যান্য ক্ষেত্রে প্রদও সুদ১০০২৭
ব্যাংক চার্জ১০০২৮ব্যাংক কমিশন ও চার্জ, আবগারি শুল্ক ইত্যাদি
সার্ভিস চার্জ১০০২৯সার্ভিস চার্জ প্রদান (স্বল্প ও দীর্ঘ মেয়াদী ঋণের)
অডিট ফি১০০৩০প্রকল্পের ও সংস্থার বার্ষিক অডিট ফি প্রদান ইত্যাদি
আইন খরচ১০০৩১মামলার খরচ, জমি খারিজ, লাইসেন্স ফি, রেজিস্ট্রি খরচ ইত্যাদি
কনসালটেন্সি ফি১০০৩২প্রদত্ত বা প্রদেয় কনসালটেন্সি খরচ ইত্যাদি
খাজনা ও কর১০০৩৩খাজনা, কর, উন্নয়ন কর ইত্যাদি
অবচয়১০০৩৪সকল স্থায়ী সম্পদের উপর অবচয়
সম্পদ বিক্রয় হতে ক্ষতি১০০৩৫স্থায়ী সম্পদ হস্তান্তর বা বিক্রয় জনিত ক্ষতি
অন্যান্য খরচ১০০৩৬ উপর্যুক্ত খরচের বহিরের যে কোন খরচ
আয় সমূহ:
সেবা গ্রহণ২০০০১
ভর্তি ফি২০০০২
চাঁদা আদায়২০০০৩
কেন্দ্রীয় চাঁদা২০০০৪
শিক্ষাখাতে আয়২০০০৫পরীক্ষা ফি, সনদপত্র ফি, ছাত্র-ছাত্রীদের বেতন ইত্যাদি
স্থানীয় অনুদান গ্রহণ২০০০৬স্থানীয় অনুদান, সরকারী অনুদান, কেন্দ্রীয় অনুদান ইত্যাদি
আন্তর্জাতিক অনুদান গ্রহণ২০০০৭
অনুদান -অনগদ/দ্রব্য২০০০৮অনুদান বাবদ প্রাপ্ত বিভিন্ন স্থায়ী সম্পদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম, বই ইত্যাদি
ব্যাংক সুদ প্রাপ্তি২০০০৯স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রদও ঋণের সুদ
অন্যান্য উৎস হতে সুদ প্রাপ্তি২০০১০বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ
সম্পদ বিক্রয় হতে লাভ২০০১১
বিবিধ আয়২০০১২পাশ বই বিক্রি, বীমা আদায় ইত্যাদি
বিবিধ প্রাপ্তি২০০১৩ফলমূল ও সবজি বিক্রি, পাতা ও লাকড়ি, গাভীর দুধ, মাছ বিক্রি, ঋণ অবলোপন হতে আদায় ইত্যাদি
সম্পদ ও স্থিতি:
হাতে নগদ৩০০০১
ব্যাংকে জমা৩০০০২সঞ্চয়ী, স্থায়ী ও চলতি হিসাবে জমা।
অগ্রিম৩০০০৩ক্রয় বা বিভিন্ন খরচের জন্য অগ্রিম, সহযোগী সংস্থাকে অগ্রিম প্রদান, অফিসের প্রয়োজনে কর্মীকে প্রদত্ত অগ্রিম ইত্যাদি
জামানত৩০০০৪বাড়ি ভাড়া , টেলিফোনের বিপক্ষে জামানত
কর্মী ঋণ৩০০০৫
সাইকেল, মোটর সাইকেল ইত্যাদি ক্রয়ের জন্য প্রদত্ত ঋণ
ঋণ প্রদান৩০০০৬স্বল্প ও দীর্ঘ মেয়াদী ঋণ
বিনিয়োগ৩০০০৭স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিনিয়োগ
দেনাদার৩০০০৮
আসবাবপত্র৩০০০৯চেয়ার, টেবিল, র‌্যাক, ফাইল কেবিনেট, আলমারী, অফিস আসবাবপত্র, ট্রলি, বেড, বোর্ড, খাট, আলনা, টিভি বক্স, সো-কেস, সোফা সেট, কম্পিউটার টেবিল ইত্যাদি
কলকব্জা ও যন্ত্রপাতি৩০০১০


টিভি, ফ্রিজ, ফ্যান, এয়ারকুলার, ও আইপিএস, স্ট্যাবিলাইজার, জেনারেটর ইত্যাদি
কম্পিউটার সামগ্রী৩০০১১কম্পিউটার, প্রিন্টার, ইউপিএস, অন্যান্য যন্ত্রাংশ
যানবাহন৩০০১২মিনিবাস, মাইক্রোবাস, অফিস কার, মোটর সাইকেল, ভ্যান, পিক আপ, মালবাহী গাড়ি, সাইকেল ইত্যাদি
ভূমি৩০০১৩জমি ক্রয়, রেজিস্ট্রি খরচ, মিউটেশন খরচ ইত্যাদি
ভূমি উন্নয়ন ব্যয়৩০০১৪জমির উন্নয়ন খরচ, জমি ভরাট
দালান কোঠা৩০০১৫দালান কোঠা নির্মান, ক্রয় বা অনুদান, সম্প্রসারণ, উন্নয়ন খরচ
নির্মাণ৩০০১৬ইট, বালু, সিমেন্ট, রড, লোহা, টিন, কাঠ ও ক্ষুদ্র যন্ত্রাংশ, কন্ট্রাক্টর বিল প্রদান, রাজমিস্ত্রি, মিস্ত্রি, ইমারত তৈরীর জন্য যাবতীয় খরচ
ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম৩০০১৭বল, কেরাম, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা, ডুগী, ড্রামসেট, ক্রীড়া সামগ্রী ইত্যাদি
দায় সমূহ:
বকেয়া দায়৪০০০১ধারে ক্রয়
বকেয়া খরচ৪০০০২বকেয়া পানি, গ্যাস বিল, অপ্রদও খরচ ইত্যাদি
পাওনাদার৪০০০৩
স্বল্প মেয়াদী ঋণ৪০০০৪
দীর্ঘ মেয়াদী ঋণ৪০০০৫
আন্ত:বিভাগীয় ঋণ৪০০০৬
বন্ধকী ঋণ৪০০০৭
প্রধান অফিস হতে ঋণ৪০০০৮
কর্মী কল্যাণ তহবিল৪০০০৯
কর্মী ভবিয্যৎ তহবিল৪০০১০
কর্মী গ্র্যাচুয়িটি তহবিল৪০০১১
মূলধন তহবিল৪০০১২
প্ুঁঞ্জিভূত অবচয়৪০০১৩

উল্লেখ্য যে, উপরোক্ত হিসাব কোডসমূহ নমুনা দেয়া হলো, প্রকল্প ভিত্তিক পৃথক পৃথক চার্ট অব একাউন্টস্ করা আছে। সেইগুলো অনুসরণ করতে হবে। এছাড়াও সংস্থ্ার অনেকগুলো প্রকল্পে সফটওয়ার ব্যবহার করা হচ্ছে এবং সে চার্ট অব একাউন্টস্ গুলো এসো জাতি গড়ি (এজাগ) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সুতরাং সে ক্ষেত্রে সফটওয়ার অনুযায়ী চার্ট অব একাউন্টস্ ব্যবহার করতে হবে।